মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মন্ত্রণালয়ের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া আইডি খুলে সরকারি লোগো ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারী চক্রের মূল হোতা রিপন চন্দ্র তালুকদারকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে ধরা হয়। র‍্যাব বলছে, রিপন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে এই প্রতারণা করছিলেন। র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, রিপন তার অন্য সহযোগীদের নিয়ে সরকারি লোগো ব্যবহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে অবৈধভাবে ভিসা ও পাসপোর্টের ব্যবসার কথা বলে বিদেশগামী ও বিদেশে অবস্থানরত সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তারা এ পর্যন্ত শতাধিক লোকের ভিসা প্রসেসিং এবং পাসপোর্ট তৈরির নাম করে বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করেন এবং পরবর্তীতে কোনো প্রকার যোগাযোগ করা থেকে বিরত থাকেন। এই প্রতারক চক্র সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরবের ভিসা প্রসেসিং করছিল। র‍্যাব জানায়, ২০১৪ সালে রিপন তার অন্য সহযোগীদের নিয়ে পাসপোর্ট ও ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু করেন। তারা আনুমানিক ৪-৫ মাস আগে ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে একটি ভুয়া আইডি খোলেন এবং সেখানে সরকারি লোগো ব্যবহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করে নিজেদের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাকে মন্ত্রণালয়ের নামে প্রচার করেন।  এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ খবর