বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৫ মাস পর সাঁওতাল টুডুর মরদেহ উত্তোলন

গাইবান্ধা প্রতিনিধি

রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের ঘটনায় নিহত রমেশ টুডু নামে এক সাঁওতালের লাশ ১৫ মাস পর কবর থেকে তোলা হয়েছে। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সিংটাজুড়ী গ্রামের কবর থেকে টুডুর লাশ তোলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। রমেশ টুডুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের সুবিধার্থে লাশ তোলার জন্য পিবিআই আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে। লাশ তোলা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকের উপস্থিতিতে। পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন মিয়া জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর ইক্ষু খামারের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের ঘটনায় তিন সাঁওতাল নিহত হন। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গল মার্ডি ও শ্যামল হেমব্রম নামে দুজনের মৃত্যু হয়। নিহত দুজনের ময়নাতদন্তের পর লাশ সৎকার করে পরিবার। এ ছাড়াও ঘটনায় রমেশ টুডু নিহত হওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর