বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সুন্দরবন দিবসে র‌্যালি আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো গতকাল খুলনায় ‘সুন্দরবন দিবস-২০১৮’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, সুন্দরবনের মূল আকর্ষণ ট্যুরিজম। গত এক বছরে অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা বেড়েছে। সুন্দরবনে বর্তমান ট্যুরিজমের পাশাপাশি ইকো-ট্যুরিজমেরও ব্যবস্থা করতে হবে।

জেলা প্রশাসন, বন অধিদফতর, ইউএসএইড বাঘ, অ্যাকটিভিটি, ওয়াইল্ডটিম, রূপান্তর, খুলনা প্রেস ক্লাব ও সুন্দরবন একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, সুন্দরবন সংরক্ষণ না করলে এ অঞ্চলের জনগোষ্ঠীকে রক্ষা করা যাবে না। সরকার ২০১৭ সালে সুন্দরবনকে অভয়ারণ্য এলাকা ঘোষণা দিয়েছে। বাঘ গণনায় সর্বাধুনিক পদ্ধতি ক্যামেরা ট্র্যাপিং বা ক্যামেরা ফাঁদের মাধ্যমে সুন্দরবনের বাঘের সংখ্যা নির্ণয়ের কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান ও খুলনা প্রেস ক্লাব সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগম ফেরদৌসি আলী, মো. বশির উল আলম মামুন, মাহাবুবুর রহমান, স্বপন গুহ ও মল্লিক সুধাংশু।

বাগেরহাট প্রতিনিধি জানান, ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস-২০১৮ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বাগেরহাট প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল বাকী তালুকদার, সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোশাররফ হুসাইন, অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আহসানুল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, বাবুল সরদার, শওকত আলী বাবু। সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার। পরে একটি র‌্যালি বের করা হয়।

সর্বশেষ খবর