মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ডেসটিনি পরিচালক মেজবাউদ্দিনের দণ্ড

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় ডেসটিনি গ্রুপের পরিচালক মেজবাউদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ বিষয়ে দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজবাউদ্দিন স্বপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, আসামি মেজবাউদ্দিন স্বপনের বিরুদ্ধে ২০১৬ সালের ১০ এপ্রিল একটি নোটিস জারি করে দুদক।

 এর জবাব না দেওয়ায় ২০১৬ সালের ২৮ জুন দুদকের সহকারী পরিচালক মুজাজির হোসেন রাজধানীর রমনা থানায় মামলা করেন। ঘটনার তদন্ত করে ২০১৭ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। রায় ঘোষণার আগে এ মামলায় নয়জন সাক্ষীর মধ্যে সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সর্বশেষ খবর