বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ব্লু-ইকোনমিতে কোস্টগার্ডের ভূমিকা প্রশংসনীয়

-------- স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে ব্লু-ইকোনমিতে বাংলাদেশ কোস্টগার্ডের ভূমিকা প্রশংসনীয়। সমুদ্রপথে মাদকসহ যে কোনো চোরাচালান রোধেও বাহিনীটি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের কোস্টগার্ডের সমন্বয়ে ওয়ার্কিং লেভেল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রথমবারের মতো বাংলাদেশ কোস্টগার্ডের আয়োজনে ১৮টি দেশের কোস্টগার্ডের সমন্বয়ে দুই দিনব্যাপী ১৪তম ‘হেড অব এশিয়ান কোস্টগার্ড এজেন্সিস মিটিং’ (হ্যাকগাম) শুরু হয়েছে। এতে অস্ট্রেলিয়া, বাহরাইন, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনামের কোস্টগার্ড, মেরিটাইম এজেন্সিসমূহ এবং রিক্যাপ-আইএসসির ৪১ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ, মাদকদ্রব্য, চোরাচালান, অবৈধ অস্ত্র, মানব পাচার প্রতিরোধ, অবৈধ মত্স্য আহরণসহ কঠোর অভিযানের মাধ্যমে কোস্টগার্ড দুর্বৃত্তদের প্রতিহত করে আসছে। ব্লু-ইকোনমির বিষয়টি মাথায় রেখে নিরাপদ মেরিটাইম পরিবেশের জন্য সব দেশকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, এ সভার মাধ্যমে বিভিন্ন দেশের সমুদ্র ও উপকূলবর্তী অঞ্চলে উদ্ধার তৎপরতা, পরিবেশদূষণ প্রতিরোধ, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধসহ পারস্পরিক সম্পর্কোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর