সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কোনো কথা নেই

—স্থানীয় সরকার মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো কথা নেই। আমরা সব ধর্মের লোক এখানে মিলেমিশে বসবাস করি। আমরা সবাই জাতিগতভাবে বাঙালি ও নাগরিক হিসেবে বাংলাদেশি। আমরা একে অন্যের ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল। গতকাল ফরিদপুরের শ্রীঅঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি। তিনি বলেন, বিএনপি নানা ধারায় বিভক্ত হয়ে পড়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীও তারা আলাদা আলাদাভাবে পালন করে। আমরা চাই আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাক। কিন্তু বিভক্ত বিএনপি কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা অবনতিমূলক কোনো কাজ করে বসে কিনা, সে ব্যাপারে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারী। অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, সুকেশ সাহা প্রমুখ।

সর্বশেষ খবর