শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

বিভিন্ন দাবিতে গতকাল রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ —বাংলাদেশ প্রতিদিন

চীনের উইঘুর মুসলমানদের বন্দী ও নির্যাতনের প্রতিবাদ এবং রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, চীন সরকার উইঘুর মুসলমানদের বন্দী করে নিপীড়ন-নির্যাতন, ধর্ষণ, ঘরবাড়ি ধ্বংস, লুটপাট ও বিতাড়নের ঘটনা মুসলমান ও বিশ্ববাসীকে ব্যথিত ও মর্মাহত করছে। তাদের পাশে দাঁড়ানো মুসলিম ও বিশ্ববাসীর মানবিক দায়িত্ব। চীন যদি বন্দী মুসলমানদের মুক্তি না দেয় তাহলে মুসলিম বিশ্বে চীনের সব পণ্য বর্জনে বাধ্য হবে। তিনি বলেন, টাকার বিনিময়ে উখিয়া-টেকনাফের সরকারি বনভূমিতে ঘর তুলে ভাড়া দেওয়া এখন প্রভাবশালীদের নিয়মিত বাণিজ্যে পরিণত হয়েছে। বিদেশি এনজিওর পক্ষ থেকে পাহাড়ি বনভূমি দখল করে রোহিঙ্গাদের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার পেছনেও রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালীরা। নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা খলিলুর রহমান, আলহাজ আনোয়ার হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা ছিদ্দিকুর রহমান, ডা. শহিদুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা এইচএম সাইফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর