বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

উত্তর আমেরিকায় নজরুল সম্মেলন

প্রতিদিন ডেস্ক

ওয়াশিংটন ডিসির সন্নিকটে ভার্জিনিয়ার এনানডেলস্থ নোভা আর্ট সেন্টার মিলনায়তনে ১৫ ও ১৬ সেপ্টেম্বর ১৭তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিপুল লোকসমাগমে সম্মেলন মঞ্চ হয়ে উঠেছিল উৎসবের আঙিনা। খবর : এনআরবি নিউজের। নজরুলসংগীত, গানের ছন্দে নৃত্যের ঝঙ্কার, কাব্য জলসা, গীতিনৃত্যনাট্য, ব্যক্তিজীবনের ওপর স্মৃতিচারণা ও প্রতিফলন, গবেষকদের নিয়ে সেমিনার, মাল্টিমিডিয়া প্রদর্শনী, নজরুল প্রতিযোগিতা (নজরজলসংগীত, নৃত্য ও আবৃত্তি) এবং বিভিন্ন আয়োজন ছিল সম্মেলনে। এতে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মাহবুব হাসান সালেহ, উত্তর আমেরিকা নজরুল কনভেনশন কমিটির চেয়ারম্যান ড. সুলতান আহমেদ, ভার্জিনিয়ার ডেলিগেট বিভিয়ান ই. ওয়াটস উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান ইকবাল বাহার চৌধুরীকে ‘আজীবন সম্মাননা ক্রেস্ট’ প্রদান করেন পিপল এন টেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ।

সর্বশেষ খবর