সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল ছাড়া দক্ষ প্রশাসন সম্ভব নয়:প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আধুনিক তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার যুগে একটি প্রশিক্ষিত ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল ছাড়া কোনো দক্ষ প্রশাসন গঠন করা সম্ভব নয়। দক্ষতা অর্জনের জন্য যুগোপযোগী ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। গতকাল সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউএনডিপির সহযোগিতায় আপিল বিভাগে কর্মরত ৬০ জন কর্মকর্তা-কর্মচারীর ‘লিগ্যাল অ্যান্ড আইসিটি ট্রেনিং ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব সুপ্রিম কোর্ট স্টাফ ফর ইফিশিয়েন্ট কেস ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মোহাম্মদ ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঞা।

সর্বশেষ খবর