সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জবি ক্যাম্পাসে মহড়া চলছেই

জবি প্রতিনিধি

সংঘর্ষের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সব কার্যক্রম স্থগিত করলেও ক্যাম্পাসে মহড়া থামেনি। উত্তেজনা বাড়তে থাকায় নতুন করে বড় ধরনের সংঘর্ষ ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, শাখা ছাত্রলীগের কমিটির সব কার্যক্রম স্থগিত করার পর থেকে জবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে দাবি করে দুটি গ্রুপ ক্যাম্পাসে নিয়মিত শোডাউন দিয়ে যাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যেহেতু জবি শাখা ছাত্রলীগের কমিটি সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাই ছাত্রলীগের পদপ্রত্যাশীরা মনে করছেন তাদের নেতা হতে হবে। এই সুবাদে ক্যাম্পাসে তারা তাদের নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছেন।’ গত ৩ ফেব্রুয়ারি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে ক্যাম্পাসে সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কেন্দ্রীয় সংসদ। এরপর গত মঙ্গলবার সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী দাবি করা একটি গ্রুপ ও বুধবার সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভনের নামে আরেকটি গ্রুপ ক্যাম্পাসে মহড়া দেয়।

তবে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, ‘ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে আপাতত ক্যাম্পাসে যাচ্ছি না। কারা মিছিল করছেন-শোডাউন দিচ্ছেন সেগুলো খুঁজে বের করুন।’

সর্বশেষ খবর