শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এননটেক্স গ্রুপের গুদামে অগ্নিকান্ড

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী মুদাফা ভাদাম এলাকায় এননটেক্স গ্রুপের গুদামে এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ প্রায় ৩০০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে আশঙ্কা করছেন এবং  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন।

জানা যায়, ঘটনার দিন রাত ৯টায় কারখানার গুদামে হঠাৎ আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গুদামের ভিতরে  ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে টঙ্গী, জয়দেবপুর, উত্তরা, কালিয়াকৈর, পূর্বাঞ্চল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

কর্তৃপক্ষ জানায়, ওই গুদামে এননটেক্স গ্রুপের সুপ্রভ-কম্পোজিট নিট লি., গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডাইং লি.-এর সুতা এবং অন্যান্য র মেটেরিয়াল, প্যাকেজিং ইউনিটের সব মেশিনারি, উৎপদিত পণ্য আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর রহমান বলেন, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

সর্বশেষ খবর