শিরোনাম
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বিএনপি নেতা রিপন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা চার মামলায় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান আসাদুজ্জামান রিপন। শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। আসাদুজ্জামান রিপনের পক্ষে জামিনের আবেদন ও শুনানি করেন আইনজীবী জিল্লুর রহমান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে রমনা থানার বিভিন্ন এলাকায় নাশকতার অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোয় আসাদুজ্জামান রিপন হাই কোর্ট থেকে জামিন নেন। পরবর্তীতে তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তবে মূল নথি না থাকায় ওই সময় আদালত তার জামিন বর্ধিত করে মূল নথি প্রাপ্তি সাপেক্ষে গতকাল জামিন শুনানির দিন ধার্য করে। মূল নথি  পেয়ে ড. আসাদুজ্জামান রিপন আত্মসমর্পণ করেন।

সর্বশেষ খবর