কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় তদন্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। দুই ঠিকাদারি প্রতিষ্ঠান দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড এবং জহিরুল লিমিটেড (জেভি)-কে আগামী দুই বছর গণপূর্ত অধিদফতরের ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে তদন্তে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিবেদনে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের তিন কর্মকর্তা ও ঠিকাদারি দুই প্রতিষ্ঠানকে ভবন ধসের ঘটনায় দায়ী করা হয়। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরুল চৌধুরীকে আহ্বায়ক করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গত ২২ জানুয়ারি তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। ভবন ধসের দিন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আবদুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত ৩১ জানুয়ারি দায়িত্বে অবহেলার কারণে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) এ জেড এম শফিউল হান্নান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) আবদুল মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া এ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
কুষ্টিয়া মেডিকেলের ভবন ধস
দুই ঠিকাদারি প্রতিষ্ঠান অযোগ্য ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর