কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবন ধসের ঘটনায় তদন্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। দুই ঠিকাদারি প্রতিষ্ঠান দি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস লিমিটেড এবং জহিরুল লিমিটেড (জেভি)-কে আগামী দুই বছর গণপূর্ত অধিদফতরের ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে তদন্তে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিবেদনে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের তিন কর্মকর্তা ও ঠিকাদারি দুই প্রতিষ্ঠানকে ভবন ধসের ঘটনায় দায়ী করা হয়। উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরুল চৌধুরীকে আহ্বায়ক করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। গত ২২ জানুয়ারি তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। ভবন ধসের দিন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. আবদুর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। গত ৩১ জানুয়ারি দায়িত্বে অবহেলার কারণে কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল) এ জেড এম শফিউল হান্নান এবং উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) আবদুল মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্ত হওয়া এ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
শিরোনাম
- চাঁদপুরে জব্দকৃত ৬০ কেজি গাঁজা ধ্বংস
- নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতে শাবিপ্রবিতে স্মারকলিপি
- শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- নতুন নেতৃত্বে গোবিপ্রবি সাহিত্য সংসদ
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
কুষ্টিয়া মেডিকেলের ভবন ধস
দুই ঠিকাদারি প্রতিষ্ঠান অযোগ্য ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর