মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সড়ক নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে : নাসিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং মাদকমুক্ত হয়নি। এ জন্য আমাদের জোরালো ভূমিকা রাখতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১৪ দল আয়োজিত নিরাপদ সড়ক ও মাদকমুক্ত সমাজ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, ব্যারিস্টার নাজমুল হুদা, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে। এটা করতে না পারলে সমস্যার সমাধান হবে না।

শাজাহান খান বলেন, সড়কে বিরাজমান সমস্যা সমাধানে সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি। বন্ধ হয়নি সড়কে চাঁদাবাজি। চালকদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই।

ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, সড়কে নৈরাজ্য চলছে। যানবাহনের ফিটনেন্স দেখার যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। চালকরা মাদক খেয়ে সড়কে নামে। এটি বন্ধ করতে হবে।

সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধ করতে যেসব সুপারিশ দেওয়া হয় সেগুলো বাস্তবায়ন হয় না।

সর্বশেষ খবর