বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের কর্মব্যস্ততা

নয়াদিল্লি প্রতিনিধি

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক গতকাল দুপুরে ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কুমার গোখলের সঙ্গে বৈঠক করেছেন। আজ তিনি সন্ধ্যায় দিল্লিতে অবস্থিত বাংলাদেশের নথিভুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে নৈশভোজে মিলিত হবেন। তার এই দিল্লি সফরের মূল কারণ এবার তিনি অবসরের পরে জাতিসংঘের আন্তর্জাতিক মাইগ্রেশন সংগঠনের উপঅধিকর্তা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব বৈঠকে তিনি ভারতসহ রাষ্ট্রদূতদের সমর্থন চেয়ে বক্তব্য দিচ্ছেন। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে ফিলিপাইন। তিনি ওয়াশিংটনে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিবের সমর্থন চাইবেন। সরকারি সূত্রে বলা হয়, ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব বৈঠক সৌজন্যমূলক হলেও সেখানে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করা হয়েছে ঘরোয়াভাবে। ভারতের পররাষ্ট্র সচিব তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, তাদের মধ্যে ৫৩টি দেশের ভারতীয় দূতাবাস একযোগে বাংলাদেশের দায়িত্বে রয়েছে। এদের মধ্যে রয়েছে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার কয়েকটি দেশ।

আন্তর্জাতিক স্তরে যেসব নাগরিককে তাদের নিজ দেশ পরিত্যাগ করতে হয়, তাদের বিষয়ে এই সংগঠন বিভিন্ন সরকারকে পরামর্শ দেয়। বাংলাদেশে যেহেতু এই মুহূর্তে দশ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছে তাদের বিষয়ে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ সরকার নিজে কোনো উদ্যোগ নেবে না। পররাষ্ট্র সচিবকে নিজেই উদ্যোগ নিতে হবে। এ কারণে তার ভারত সফর। শহীদুল হক তাজ হোটেলে আজ রাষ্ট্রদূতদের সঙ্গে মিলিত হবেন। পরদিন সকালে ঢাকা ফিরে যাবেন। এই সংগঠনের সদস্য হলো ১৭৩ দেশ এবং আটটি পর্যবেক্ষক দেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর