মঙ্গলবার, ৭ মে, ২০১৯ ০০:০০ টা

বিএনপির সংসদে যাওয়া সঠিক কিনা সময় বলে দেবে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বিএনপির এমপিদের সংসদে যাওয়া সঠিক সিদ্ধান্ত কি না- তা সময়ই বলে দেবে। এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের দেখতে হবে পার্লামেন্টের সদস্যরা সংসদে কতটুকু এক্সারসাইজ করতে পারে, কতটুকু তাদের স্কোপ দেওয়া হয়। সরকারি দল তাদেরকে (বিএনপি) কতটুকু সহ্য করতে পারে।’

গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

 সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ইসমাইল  হোসেন বেঙ্গল, নাজিমউদ্দিন মাস্টার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহরিয়া ইসলাম শায়লা, ফরিদ উদ্দিন, খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

দলীয় সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে গয়েশ্বর রায় বলেন, ‘রং ডিসিশন ইজ বেটার দেন ইনডিসিশন। রাইট অর রং, সিদ্ধান্ত নিতে হবে। পরিবেশ পরিস্থিতিতে রাজনীতিতে এবং ব্যক্তিগত ও সাংসারিক জীবনেও প্রতি মুহূর্তে সিদ্ধান্ত সংশোধন বা পরিবর্তন হয়। প্রত্যেকে পরিবর্তনের পেছনে কোনো না কোনো যৌক্তিক কারণ থাকে। এ নিয়ে আমাদের মধ্যে কোনো তর্ক-বিতর্ক নেই। দলের একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে আমরা পথ চলব, এটা হলো মূল কথা।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ আশা করছিলেন, এই সংসদে যাওয়ার সঙ্গে খালেদা জিয়ার মুক্তি হবে। কিন্তু শেখ হাসিনার কথার পরেও বোঝেননি যে  বেগম জিয়ার মুক্তি আদালতের ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে শেখ হাসিনার ইচ্ছার ওপর।’

সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি বক্তব্য ধরে আদালতের স্বপ্রণোদিত আদেশ প্রত্যাশা করেন গয়েশ্বর রায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর