রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় রাউজানবাসীর মানববন্ধন : ‘সন্ত্রাস দ্রুত বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার রাউজানে প্রায় আড়াই মাস ধরে চলমান সন্ত্রাস বন্ধের দাবিতে সেখানকার ঢাকাস্থ অধিবাসীরা গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। তারা রাউজানে সন্ত্রাস বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন মাওলানা রাকিবউদ্দিন, মাসুদ কামাল, ওসমান আলী প্রমুখ। বক্তারা বলেন, রাউজানে ন্যায়পরায়ণ মানুষ মাত্রই সন্ত্রাসীদের অত্যাচারে শিকার। নিরীহ মানুষের বিরুদ্ধে চলছে বিরামহীন হামলা আর মামলা। বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার অনেক শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ কেউ মামলা থেকে রেহাই পাচ্ছেন না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আবুল মনসুর কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে এ নারকীয় সন্ত্রাস বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছিলেন। সেই ‘অপরাধে’ সন্ত্রাসীরা তার  বাড়িঘর ভাঙচুর করেছে, তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

বক্তারা জানান, ৫২টির অধিক বাড়িঘর, ২৬টি এবাদতখানা, ১৮টি দোকানপাট ভাঙচুর-লুটপাট হয়েছে। কাগতিয়া মাদ্রাসার অনেক দানবাক্স ভেঙে টাকা-পয়সা লুট করেছে। রাউজানের হাজার হাজার গৃহহারা মানুষ যাতে ঘরে ফিরে তাদের চাকরি-ব্যবসায় যোগ দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার আবেদন জানিয়ে বক্তারা বলেন, আজকাল অনেক বিষয়ই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া সমাধান হয় না। তাই আমাদের দাবি, প্রধানমন্ত্রী আপনি সন্ত্রাস দমনে সরাসরি ব্যবস্থা নিন।

সর্বশেষ খবর