সরকার তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওই আদেশে জানানো হয়, বিয়ামের মহাপরিচালক শেখ মুজিবুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগে (সমন্বয় ও সংস্কার) ভারপ্রাপ্ত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হলো। প্রসঙ্গত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান গত ১৪ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সিনিয়র সচিব শামসুল আরেফিন আগামী ২৯ জুন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন আগামী ৩০ জুন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।