রাজধানীর হাসপাতালগুলোয় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু রাজধানী নয়, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যুর বিষয়ে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২১৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১১৬ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭০, মিটফোর্ড হাসপাতালে ২৯০, ঢাকা শিশু হাসপাতালে ১৫৬, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৭০, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২২৬, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৩৩৭, সেন্ট্রাল হাসপাতালে ৫৪৭, স্কয়ার হাসপাতালে ২৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
 এ পর্যন্ত পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সরকারি হিসাবে বলা হলেও প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে বেশ কয়েকটি সূত্র দাবি করেছে।
রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ ও খুলনা বিভাগে ১৫ জন। এ বছর জানুয়ারিতে ৩৮, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে-তে ১৯৩, জুনে ১ হাজার ৭৬১, জুলাইয়ে এ পর্যন্ত ৩ হাজার ৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বছর জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হন ৯৪৬ জন। অথচ এ বছর মাসের অর্ধেক পার হতেই তিন গুণ বেড়েছে রোগীর সংখ্যা।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত ২২ জন এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুধু এ হাসপাতাল নয়, জেলা শহরের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। সরকারি হিসাবের তুলনায় রোগীর সংখ্যা আরও বেশি।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শরীরে জ্বর অনুভূত হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রচুর ফ্লুইড অর্থাৎ তরল খাবার খাওয়াতে হবে। ডেঙ্গু রোগীকে প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না।
শিরোনাম
                        - সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
 - সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
 - লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
 - প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
 - কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
 - আকবরের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা
 - মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত
 - সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
 - বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
 - পেঁয়াজের কেজি ছাড়ালো ১০০ টাকা
 - জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্নীতি হয়েছে ২১১০ কোটি টাকা : টিআইবি
 - বিসিবিকে রুবেলের খোঁচা
 - জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় বর্ষার জামিন নামঞ্জুর
 - চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন
 - রংপুরে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে খুলল নতুন দুয়ার
 - আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
 - জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট নিয়ে নির্দেশনা
 - সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪১
 - বিএনপির প্রার্থী ঘোষণার পরই বগুড়ায় আনন্দ-উৎসব
 - মিশরে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ‘ইত্তেহাদ’ বার্ষিক অনুষ্ঠান ২০২৫
 
ডেঙ্গু ছড়াচ্ছে দেশজুড়ে
                        
                        
                                                     নিজস্ব প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর