রাজধানীর হাসপাতালগুলোয় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু রাজধানী নয়, গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। সরকারি হিসাবে এ পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যুর বিষয়ে জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ২১৭ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১১৬ জন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭০, মিটফোর্ড হাসপাতালে ২৯০, ঢাকা শিশু হাসপাতালে ১৫৬, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৩৭০, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ২২৬, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৩৩৭, সেন্ট্রাল হাসপাতালে ৫৪৭, স্কয়ার হাসপাতালে ২৫৯ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ পর্যন্ত পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সরকারি হিসাবে বলা হলেও প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে বেশ কয়েকটি সূত্র দাবি করেছে।
রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬ ও খুলনা বিভাগে ১৫ জন। এ বছর জানুয়ারিতে ৩৮, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে-তে ১৯৩, জুনে ১ হাজার ৭৬১, জুলাইয়ে এ পর্যন্ত ৩ হাজার ৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বছর জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হন ৯৪৬ জন। অথচ এ বছর মাসের অর্ধেক পার হতেই তিন গুণ বেড়েছে রোগীর সংখ্যা।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত ২২ জন এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুধু এ হাসপাতাল নয়, জেলা শহরের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। সরকারি হিসাবের তুলনায় রোগীর সংখ্যা আরও বেশি।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শরীরে জ্বর অনুভূত হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রচুর ফ্লুইড অর্থাৎ তরল খাবার খাওয়াতে হবে। ডেঙ্গু রোগীকে প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না।
শিরোনাম
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
ডেঙ্গু ছড়াচ্ছে দেশজুড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর