দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কারাবন্দী মিজানুর রহমানকে ঘুষের মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। এর আগে মিজানুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলা সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় ১৬ জুলাই ডিআইজি মিজানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা। ওই দিন দুদকের আবেদন আমলে নিয়ে বিচারক শুনানির জন্য ২১ জুলাই (গতকাল) দিন ধার্য করেন। এর আগে ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন-সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। ওই অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা ছিলেন এ মামলার অপর আসামি দুদকের পরিচালক (সাময়িক বরখাস্ত) এনামুল বাছির। ডিআইজি মিজান নিজের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় অপর আসামি এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন। বিষয়টির প্রাথমিক সত্যতা মেলায় ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যলয়-১-এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ মো. ফানাফিল্যা বাদী হয়ে মামলাটি করেন। এর আগে ডিআইজি মিজান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বিয়ে গোপন করতে ক্ষমতার অপব্যবহার করে দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এ ছাড়া এক সংবাদ পাঠিকাকে প্রাণনাশের হুমকি ও উত্ত্যক্ত করার অভিযোগে ডিআইজি মিজানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। নারী নির্যাতনের অভিযোগে গত বছর জানুয়ারির শুরুর দিকে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। ২৫ জুন তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে ডিআইজি মিজানের অবৈধ সম্পদের অনুসন্ধানে থাকা এক দুদক কর্মকর্তাকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার কথা নিজেই ফাঁস করে দিয়ে সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা।
শিরোনাম
- চীনে ৩০ খ্রিস্টানকে গ্রেফতারের অভিযোগ, দমন পীড়নের শঙ্কা
- জাল নথির বিষয়ে সতর্ক করলো সুইডিশ দূতাবাস
- যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ভূমি দখল করছে ইসরায়েল
- কেন সমুদ্রে বিস্ফোরিত হয় আলোচিত ডুবোযান টাইটান, জানাল যুক্তরাষ্ট্র
- পোষা প্রাণীর জন্য বিশ্বের প্রথম স্মার্টফোন ‘পেটফোন’ উন্মোচন
- ইবির পুকুরে ডুবে যাচ্ছিল দুই শিক্ষার্থী, উদ্ধার করলেন সিনিয়র
- শনিবার খোলা থাকবে ব্যাংক
- পঞ্চগড়ে বায়ুদূষণ রোধে জেলা প্রশাসককে স্মারকলিপি
- সিলেট রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- নেত্রকোনায় এইচএসসি পরীক্ষায় চার কলেজে সবাই ফেল
- চ্যাটজিপিটিতে প্রাপ্তবয়স্ক কনটেন্ট, শিশু সুরক্ষা নিয়ে তীব্র বিতর্ক
- ‘ভারত-সমর্থিত’ ৩৪ সন্ত্রাসীকে হত্যা করল পাকিস্তান
- তিন ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে ভর্তিতে ইউজিসি’র সতর্কতা
- মেক্সিকোতে প্রবল বৃষ্টি-বন্যায় মৃত্যু বেড়ে ৬৬, নিখোঁজ ৭৫
- এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় সাফল্য
- ব্ল্যাকবেরি ফিরছে অ্যান্ড্রয়েড রূপে
- মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ
- মোংলায় ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক
- গাজার জন্য ৯০০ টন খাদ্য নিয়ে যাচ্ছে তুরস্কের জাহাজ
- ৭০০০ টাকায় আইফোনে ফিরে আসছে ফিজিক্যাল কিবোর্ড
ঘুষের মামলায় ডিআইজি মিজানকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর