সোমবার, ২৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সূচক স্থির শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

লেনদেন কমেছে ঢাকার শেয়ারবাজারে। কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। তবে, দিনশেষে সূচকের অবস্থান ছিল আগের কার্যদিবসের সমান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। লেনদেনে দেখা গেছে, ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আগের দিন ছিল ৫ হাজার ১৩৩ পয়েন্ট। যা গতকাল দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দিন শেষে একই অবস্থানে স্থির থাকে। আর লেনদেন হয়েছে ৪০৬ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৬০ কোটি টাকা কম। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১১১ টির, কমেছে ২১৪টি এবং অপরিবর্তিত থাকে ২৬টির দর। লেনদেনে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের শেয়ার দর কমেছে বেশি। লেনদেন হওয়া ব্যাংকগুলোর মধ্যে ১১টির দর  বেড়েছে, আর ১৯টির দর কমেছে । বাকি ৭টি প্রতিষ্ঠানের শেয়ার দর ছিল অপরিবর্তিত। আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭ টির শেয়ার দর কমেছে।লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, সিঙ্গার বিডি, বিকন ফার্মা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জেএমআই সিরিঞ্জ ও প্রাইম লাইফ ইন্সুরেন্স। 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৫১টি এবং অপরিবর্তিত থাকে ২৮টির দর।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর