শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ

দীপক দেবনাথ, কলকাতা

কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল ৯ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব সরণি। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির পর আটক করা হয়েছে একাধিক বিক্ষোভকারীকে। বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তার দাবি এবং হিন্দু নেত্রী প্রিয়া সাহার সমর্থনেই বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির উদ্বাস্তু সেল। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা এবং উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়। বিক্ষোভকে কেন্দ্র করে কোনোরকম অশান্তি ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছিল কমিশন চত্বর, ছিলেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। বেকবাগানের মোড়ে মোহিত রায়ের নেতৃত্বে বিক্ষোভকারীরা জমায়েত হয়ে হাইকমিশনের দিকে এগোতে থাকলেই তাদের গ্রেফতার করা হয়।

উদ্বাস্তু সেলের দাবি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে বাংলাদেশের হিন্দু নেত্রী প্রিয়া সাহা সে দেশের হিন্দু নাগরিকের সংখ্যা কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর থেকেই তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

সর্বশেষ খবর