সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সুনাম দেবনাথের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

বাংলাদেশ প্রতিদিনে ২৭ জুলাই ‘মিন্নিকে গ্রেফতারে চাপ দেন এমপিপুত্র সুনাম’,  ২৮ জুলাই ‘বরগুনায় সুনামের যত দুর্নাম’ এবং ২৯ জুলাই ‘বরগুনা এখন নিউ টেকনাফ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বরাবরে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেন ওই তিনটি প্রতিবেদনে তাকে নিয়ে যা লেখা হয়েছে, তা অসত্য, কাল্পনিক ও ষড়যন্ত্রমূলক। তাকে রাজনৈতিকভাবে হয়রানির জন্যই প্রতিবেদনগুলো করা হয়েছে বলে তার দাবি। প্রতিবেদকের বক্তব্য- সরেজমিনে পাওয়া তথ্য এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতেই প্রতিবেদনগুলো করা হয়েছে। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। ফলে ষড়যন্ত্রমূলকভাবে অসত্য সংবাদ প্রকাশ করার দাবি অযৌক্তিক। প্রাপ্ত তথ্যের বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে সুনাম দেবনাথের সঙ্গে বহুবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল করে ও এসএমএস দিয়েও তার কোনো জবাব পায়নি বাংলাদেশ প্রতিদিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর