মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীর সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নিতে হবে

-মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চলমান কাশ্মীর সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কাশ্মীর সাতচল্লিশের পর থেকে অগ্নিগর্ভ। বারবার রক্ত ঝরছে সাধারণ মানুষের। কাশ্মীরের আপামর জনতার মতামতকে উপেক্ষা করে ভারতের সংবিধান পরিবর্তনের মাধ্যমে নতুন সংকট তৈরি হলো। এ সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। গতকাল ইসলামী আন্দোলনের এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ডা. মোখতার হুসাইন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ। মুফতি ফয়জুল করীম আরও বলেন, রাজনৈতিক নেতাদের  গ্রেফতার, গৃহবন্দী, সৈন্য সমাবেশের মাধ্যমে কাশ্মীরে মারাত্মক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাচ্ছে। জনগণের মৌলিক অধিকার চরম হুমকির মুখে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ ব্যাপারে বিশ্বনেতাদের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর