রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে অজ্ঞান পার্টির ২১ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে অজ্ঞান পার্টির ২১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডিবি বলছে, গ্রেফতারকৃতদের টার্গেট ছিল গরুর পাইকার ও ক্রেতাদের অজ্ঞান করে টাকা লুট করা।

গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, গতকাল সকালে যাত্রাবাড়ী ও শ্যামপুর থেকে অজ্ঞান পার্টির ১২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- রতন চন্দ্র দে, নিজাম মোল্লা, স্বপন, সুমন ওরফে খোকন, লিটন, সাজ্জাদ হোসেন ওরফে সোহেল, রবি শেখ, পনু পেদা, আবদুল বারেক, আলাউদ্দিন খান, মনির হোসেন ও মনিরুল ইসলাম ওরফে মিন্টু। এছাড়া পৃথক অভিযানে অজ্ঞান পার্টির আরও ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২১ জনের কাছ থেকে ২৫০ পিস নকটিন ঘুমের ট্যাবলেট, ২০ পিস লজিকাম ট্যাবলেট ও ১৪ পিস ঝান্ডুবাম উদ্ধার করা হয়। ঈদুল আজহা উপলক্ষে গরুর ক্রেতা-বিক্রেতাসহ ঘরমুখো যাত্রী সাধারণকে ওষুধ প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা লুট করাই তাদের টার্গেট। তারা রেল ও বাস স্টেশন এবং নৌ টার্মিনালের যাত্রীদের অনেককে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর