মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুর্নীতি বন্ধে কমিশন গঠনের দাবি পীর মিসবাহর

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রতিষ্ঠানে সীমাহীন দুর্নীতির কথা উল্লেখ করে এসব দুর্নীতি বন্ধে সিনিয়র সংসদ সদস্যদের নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান মিসবাহ।

জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা এ দাবি জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের চতুর্থ অধিবেশনে গতকালের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ দাবি জানান। পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, বালিশ-পর্দা কেলেঙ্কারীর ঘটনা মানুষের মুখে মুখে। বিভিন্ন খাতে কিছু দুর্নীতি সরকারের বিশাল অর্জনকে ম্লান করে দিচ্ছে। পর্দা কেনায় দুর্নীতি এখন আলোচনার বিষয়। এ সময় বাংলাদেশ প্রতিদিনের প্রকাশিত ওয়াসার লুটপাটের বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, ওয়াসার জশলদিয়া প্রকল্পে ৩ হাজার ৮০০ কোটি টাকা লুটপাট হয়েছে। দেশের সব বড় বড় প্রকল্পে লুটপাট ও অনিয়ম হচ্ছে। সাড়ে ৫ হাজার টাকা দামের একটি বই স্বাস্থ্য অধিদফতর কিনেছে ৮৫ হাজার ৫০০ টাকায়। এসব দুর্নীতি হয়ে গেছে এখন হাস্যরসের বিষয়।

সর্বশেষ খবর