বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কবুতরের খোপে ইয়াবা বিক্রির ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দক্ষিণ খিলগাঁও এলাকার একটি বাসায় ২০ হাজার পিস ইয়াবার সন্ধানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ঢাকা মেট্রোর একটি দল। দীর্ঘ সময় তল্লাশির পর ওই বাড়ির কবুতরের খোপ থেকে মিলেছে ১৮ লাখ টাকা। সব শেষে মেলে ১২০ পিস ইয়াবা। গ্রেফতার করা হয় বাড়ির মালিক মাহবুব হোসেন বাবু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে। ডিএনসি ঢাকা মেট্রোর (রমনা) পরিদর্শক এ কে এম কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল গতকাল সকাল ৮টার দিকে ১০ নম্বর দক্ষিণ খিলগাঁওয়ের বাসা থেকে মাহবুব হোসেনকে গ্রেফতার করে।

 জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে টেকনাফ থেকে ২০ হাজার পিস ইয়াবার চালান এসেছে এমন তথ্য আসে ডিএনসির কাছে। গতকাল সকাল ৮টার দিকে ১০ নম্বর ওই আধাপাকা বাড়িটি ঘিরে ফেলা হয়। শুরু হয় তল্লাশি। তবে  ২০ হাজারের পরিবর্তে মেলে মাত্র ১২০ পিস ইয়াবা (ডব্লিউ)। ব্যাপক তল্লাশির একপর্যায়ে গ্রেফতার বাবুই স্বীকার করে বিক্রি করে ফেলেছে ইয়াবা। শুরু হয়  টাকার খোঁজ। কবুতরের খোপ থেকে ১০০০ টাকার ১৮টি বান্ডিল উদ্ধার করা হয়।  ডিএনসির পরিদর্শক (রমনা) কামরুল ইসলাম জানান, বাবু অল্প সময়ের মধ্যে ইয়াবা বিক্রি করেছে, এ বিষয়টি নিয়ে কাজ চলছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে।

সর্বশেষ খবর