বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চসিকের পাঁচটি প্রতিষ্ঠান অধিভুক্ত করা হলেও নতুন প্রতিষ্ঠা হয়নি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্তমান মেয়র দায়িত্ব গ্রহণ করেন ২০১৫ সালের ২৬ জুলাই। গত চার বছরে চসিক পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অধিভুক্ত করলেও নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেনি। তবে এ সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভবন সম্প্রসারণ এবং মাধ্যমিক স্কুলকে কলেজে উন্নীত করা হয়েছে। গতকাল দুপুরে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন ‘শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চার বছর পূর্তি’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাসেম প্রমুখ।  চসিক মেয়র বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর চসিকের শিক্ষাপ্রতিষ্ঠান ৯০টিতে উন্নীত হয়েছে। এসব প্রতিষ্ঠান না থাকলে নগরের দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষার সুযোগ পাওয়া নিয়ে সংকট থাকত।’

সর্বশেষ খবর