Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৯ অক্টোবর, ২০১৯ ০০:০৯

সেলফি তুলতে গিয়ে নববধূসহ পরিবারের ৪ জনের মৃত্যু!

সেলফি তুলতে গিয়ে নববধূসহ পরিবারের ৪ জনের মৃত্যু!

তরুণ প্রজন্মের অনেকের মধ্যে ‘সেলফি’ এখন নেশায় পরিণত হয়েছে। এবার সেলফির নেশায় প্রাণ গেল একই পরিবারের ৪ জনের! এর মধ্যে তিনজনই নারী। একজন আবার সদ্যবিবাহিত। সেলফি তোলার সময় বেখেয়ালে জলাধারে পড়ে? মারা যান চারজন। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড?ুর পাম্বারু বাঁধে। যিনি ছবি তুলছিলেন, সেই প্রভু ঝাঁপ দিয়ে, নিজের বোনকে বাঁচাতে সক্ষম হলেও, বাকি চারজনকে উদ্ধার করতে ব্যর্থ হন। মৃতদের মধ্যে তার সদ্যবিবাহিত স্ত্রীও রয়েছেন। পরে বাঁধ থেকে দেহ উদ্ধার করে, ময়নাতদন্তের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রবিবার তামিলনাড়ুর পাম্বারি বাঁধের কাছে কোমর পানিতে দাঁড়িয়ে ছয়জন পরস্পরের হাত ধরে সেলফি তুলছিলেন। সে সময় একজন পা পিছলে নিচে পড়ে গেলে, বাকিরাও পানিতে পড়ে যান।


আপনার মন্তব্য