সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মেডিকেল ভিসা ছাড়াই ভারতে চিকিৎসা নেওয়া যাবে

-ডেপুটি হাইকমিশনার

বেনাপোল প্রতিনিধি

ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিশ্বজিত দে বলেছেন, মেডিকেল ভিসা ছাড়াই যে কোনো লোক ভারতে চিকিৎসা নিতে পারবেন। যে কোনো ভিসায় ভারতের সব হাসপাতালে চিকিৎসা দিতে বলা হয়েছে। তবে বড় ধরনের অপারেশন করতে হলে মেডিকেল ভিসা লাগবে। গত শনিবার রাতে যশোর হোটেল জাবের ইন্টারন্যাশনালে জেলা প্রশাসন, কাস্টমস, বন্দর ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. শফিউল আরিফের সভাপতিত্বে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সমাধানের ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, সহকারী হাইকমিশনার রাজেস কুমার রাইনা।

 জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান, যশোর কাস্টমস অ্যান্ড এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার মো. আলিম, বেনাপোল কাস্টম হাউস সহকারী কমিশনার উত্তম কুমার, বেনাপোল স্থলবন্দরের ডেপুটি ডাইরেক্টর মামুন তরফদার, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, যশোর মোটরপার্টস মালিক সমিতির সভাপতি ঠা ু মিয়া, বেনাপোল ল্যান্ড পোর্ট আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারত-বাংলাদেশ চেম্বারের ইম্পোর্ট-এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান। ভারতীয় ডেপুটি হাইকমিশনার যাবতীয় সমস্যা লিখিতভাবে জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন। তিনি বলেছেন, এর ফলে ব্যবস্থা নিতে সুবিধা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর