সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ার হুমায়ুন কবীরের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাবেক উপমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর (৬৭) গতকাল সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মিসেস নায়ার কবীর, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানের জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। হুমায়ুন কবীর ১৯৭০ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভিপি ছিলেন। পরে তৎকালীন মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। ১৯৭৭ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৪ সালে তিনি পুনরায় পৌর চেয়ারম্যান ও ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৭ সালে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপমন্ত্রী হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর