বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধুর খুনি রাশেদের বিচারের নথি চায় যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধু হত্যাকান্ডে মৃত্যুদন্ড নিয়ে যুক্তরাষ্ট্রে পলাতক রাশেদ চৌধুরীর বিচারের নথিপত্র চেয়েছে দেশটির পররাষ্ট্র দফতর। গতকাল ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত অ্যাসিসট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলসের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এই তথ্য জানান। বিডিনিউজ। রাশেদ চৌধুরীর বিষয়টি তিনি  বৈঠকে তুলেছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, আমি বলেছি, আমরা আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু আমাদের একটি সমস্যা আছে, রাশেদ চৌধুরী আপনাদের দেশে লুকিয়ে আছে। আমরা তাকে ফেরত চাই। জবাবে তিনি বলেন, আমাদের বিচারের নথিপত্র দেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করব এবং তারপর আপনাদের জানাব। পররাষ্ট্রমন্ত্রী জানান, এই প্রথম এই বিচার প্রক্রিয়ার বিস্তারিত নথিপত্র চেয়েছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর