বুধবার, ২০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের মিছিলে বাধা

নিজস্ব প্রতিবেদক

পিয়াজসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে এর প্রতিবাদে ইসলামী আন্দোলনের বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখী মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেছে তারা।

জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর গতকাল বায়তুল মোকাররমের উত্তর গেটে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করার কথা ছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে রওনা হয়। এ সময় পুলিশ মিছিলের গতিরোধ করে দেয়। এ নিয়ে কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সমাবেশে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, অবৈধভাবে ক্ষমতা গ্রহণের কারণে বর্তমান সরকার দুর্নীতিতে নিমজ্জিত। ফলে সরকারের নীতিবাক্যে কাজ হচ্ছে না। তিনি বলেন, বর্তমানে পিয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও খুন, ধর্ষণ, অপহরণ, ঘুষ, দুর্নীতি সহজলভ্য। সরকার সবক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে নতুন নির্বাচন দিতে হবে। মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আবুল কাশেম, মাওলানা আরিফুল ইসলাম, মুহাম্মদ হুমায়ুন কবির, ফজলুল হক মৃধা, এইচ এম সাইফুল ইসলাম, ছাত্রনেতা আবদুজ জাহের আরেফী, যুবনেতা ইলিয়াস হাসান ও মুফতি মানসুর আহমদ সাকী, মাওলানা কামাল হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, নকীব বিন হুসাইন প্রমুখ।

সর্বশেষ খবর