বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ডা. মিলনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজ সকালে ডা. মিলনের কবরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে ‘শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে বিভিন্ন সংগঠন। আয়োজন করা হবে স্মরণসভার।

 ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্বে সামরিক জান্তার পেটোয়া বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কাছে নিহত হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক ডা. মিলন।

সর্বশেষ খবর