বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য বিভিন্ন সময় ফাঁসির আসামি হয়েছেন : আমু

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য বিভিন্ন সময় ফাঁসির আসামি হয়েছেন। তার পরও তিনি দেশপ্রেমে পিছু না হটে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রনায়ক থাকায় বাংলাদেশকে বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করেছেন। ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঙালি জাতির স্বার্থে মুজিববর্ষকে যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে গতকাল দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করেন। অনুষ্ঠানে ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান রসুল পিপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম মোস্তাফিজুর রহমান মনু প্রমুখ বক্তব্য দেন। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি নির্মাণ করা হয়।

সর্বশেষ খবর