রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মরণোত্তর পদ্মভূষণ পেলেন সৈয়দ মোয়াজ্জেম আলী

নয়াদিল্লি প্রতিনিধি

এক ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত নিয়ে ভারত সরকার গতকাল রাতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের প্রয়াত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীকে ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মাননা পদ্মভূষণ দেওয়ার ঘোষণা দিল। এই সঙ্গে বাংলাদেশের পুরাতত্ত্ববিদ ও লেখক এনামুল হককেও পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। হাইকমিশনার আলী গত ডিসেম্বরে তার ৫ বছর মেয়াদ পূর্তি করার পর ঢাকায় ফিরে যান। সেখানে তিনি ইন্তেকাল করেন। ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে ভারত সরকার সম্মানিত করল। এর আগে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে এবং সমাজসেবী ঝর্ণা দাস ভৌমিককে এই সম্মাননা দেওয়া হয়েছিল।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এপ্রিল মাসে প্রয়াত মোয়াজ্জেম আলীর স্ত্রীর হাতে এই সম্মাননা তুলে দেবেন। পদ্মবিভূষণ দেওয়া হয়েছে ভারতের প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ, অরুণ জেটলি ও সুষমা স্বরাজকে। অন্যদের মধ্যে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রাউত, পরিচালক করণ জোহর, একতা কাপুর, বক্সার মেরি কম, ব্যাডমিন্টন তারকা বিভি সিন্ধু প্রমুখকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর