মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

জুয়ার আসর থেকে আটক ১৯

শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে জুয়ার আসর চলাকালে অভিযান চালিয়ে রবিবার রাতে ১৯ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতদের মধ্য থেকে বহিরাগত পাঁচজনকে শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়। অন্যদিকে আটক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ব্যাপারে শেকৃবি প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলীর নেতৃতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় অভিযান পরিচালিত হয়। এ সময় তারা কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে ১৪ জন কর্মচারী ও পাঁচজন বহিরাগতকে জুয়ার আসর থেকে আটক করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফরহাদ হোসাইন জানান, সরেজমিনে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও বহিরাগতরা মিলে সমিতির কার্যালয়ে জুয়া খেলছে। এ সময় কিছু টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর