মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

পবিপ্রবির সমাবর্তন ঘিরে সাজ সাজ রব

কাল যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন আগামীকাল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দ্বিতীয় সমাবর্তনকে কেন্দ্র করে এখন ক্যাম্পাসে সাজ সাজ রব। গ্র্যাজুয়েটদের কালো গাউনে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। গতকাল প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। তিনি জানান, সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা থাকবেন ইমেরিটাস প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখবেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। সমাবর্তনের জন্য কেন্দ্রীয় খেলার মাঠে প্রায় চার হাজার আসনবিশিষ্ট প্যান্ডেল তৈরি করা হয়েছে। বিবিএ অনুষদের সাবেক ছাত্র মো. রাকিবুল ইসলাম রাকিব ও কৃষি অনুষদের সাবেক ছাত্রী রোমানা আফরোজ বলেন, এ অপরূপ ক্যাম্পাসে রেখে যাওয়া সব স্মৃতি এক নিমিষেই যেন চোখের সামনে ভেসে আসছে। ক্লাস, পরীক্ষা, এসাইনমেন্ট, বন্ধুদের সঙ্গে আড্ডা এসব যেন এখন শুধুই মায়া। আর আজকে সবার গায়ে কালো গাউন, হ্যাট, ছবি তোলার এ উৎসব যেন আমাদের নতুন দিগন্তে আহ্বান করছে। ‘সমাবর্তন বাস্তবায়ন কমিটি সূত্র জানায়, এবারের সমাবর্তনে প্রায় ৩ হাজার গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন। যার মধ্যে স্নাতক ১ হাজার ৯৬৮ জন, স্নাতকোত্তর ৯৫১ জন এবং নয়জন পিএইচডি অর্জনকারী অংশ নেবেন। সমাবর্তনে মোট ৬৩ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর