শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশি ব্রিটিশ সৈনিক ও তাদের স্ত্রীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সশস্ত্রবাহিনীতে অংশগ্রহণকারী বাংলাদেশি জীবিত ব্রিটিশ সৈনিক এবং মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণের মাঝে ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লিগ (আরসিইএল) হতে প্রাপ্ত আর্থিক অনুদান এবং শীতবস্ত্র (কম্বল) গতকাল সশস্ত্র বাহিনী বোর্ড, ঢাকার পক্ষ হতে বিতরণ করা হয়।

আইএসপিআর জানায়, সশস্ত্রবাহিনী বোর্ডের তত্ত্বাবধানে জেলা সশস্ত্রবাহিনী বোর্ড, ঢাকা আয়োজিত অনুষ্ঠানে ঢাকা অঞ্চলে বসবাসরত ১ জন জীবিত বাংলাদেশি ব্রিটিশ সৈনিক এবং ২২ জন মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীদের মাঝে আর্থিক অনুদান এবং কম্বল বিতরণ করা হয়। বর্তমানে বাংলাদেশে ৩৫ জন বাংলাদেশি ব্রিটিশ সৈনিক এবং ৩৫০ জন মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রী জীবিত রয়েছেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর