শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

হাসপাতাল পরিচালকের কক্ষে চিকিৎসকের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মাতুয়াইলে ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোবারক হোসেন। গতকাল বেলা ১১টায় হাসপাতাল পরিচালক জামাল হোসেনের কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ জানান, খবর পেয়ে ডেমরা থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তাদের সন্দেহ- এটি একটি হত্যাকান্ড। টাকা-পয়সা লেনদেনের দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে। স্বজনদের অভিযোগ, ডা. মোবারককে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। মারা যাওয়া ওই চিকিৎসকের স্বজন মঈনুল ইসলাম জানান, মোবারক হোসেন তার চাচাতো শ্যালিকার স্বামী। তিনি এনেসথেসিয়া স্পেশালিস্ট। আবার মাতুয়াইলের প্রোঅ্যাকটিভ মেডিকেলেরও চিকিৎসক। তিনি দক্ষিণ দনিয়ার এ কে উচ্চ বিদ্যালয়ের পাশে থাকতেন। গ্রামের বাড়ি ভোলার লালমোহনে।

 ৭ মাস আগে বিয়ে করেন মোবারক হোসেন।

তিনি আরও জানান, ডা. মোবারক বৃহস্পতিবারও প্রোঅ্যাকটিভ হাসপাতালে ছিলেন। এ সময় দুপুরে তাকে ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে রাত পার হয়ে যায়। কিন্তু গতকাল সকালে একটা মেসেজে বলা হয় ওই হাসপাতালের পরিচালকের কক্ষে তার লাশ পাওয়া গেছে। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর