শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ভারতে ফেলানী হত্যা মামলার শুনানি শুরু

প্রতিদিন ডেস্ক

দীর্ঘদিন পর বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার পুনঃবিচার এবং ক্ষতিপূরণের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে আনীত রিটের শুনানি শুরু হয়েছে। গতকাল সকালে বিচারপতি ড. ডি ওয়াই চন্দ্রচাঁদ এবং বিচারপতি কে এম জোসেফের যৌথ বেঞ্চে এ শুনানি শুরু হয়। সূত্র : বিবিসি।

শুনানিতে রিটের পক্ষে অংশগ্রহণ করেন অ্যাডভোকেট বিজন ঘোষ ও অ্যাডভোকেট অপর্ণা ভাট। আর প্রতিপক্ষ ভারত ইউনিয়ন ও অন্যদের পক্ষে অংশ নেন অ্যাভোকেট ডি মোহনা। কিছু সময় শুনানি চলার পর অধিকতর শুনানির জন্য পরবর্তী দিন আগামী ১৮ মার্চ ধার্য করে আদেশ দিয়েছে যৌথ বেঞ্চ।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফেরার সময় ১৪ বছর বয়সী কিশোরী ফেলানীকে পাখির মতো গুলি করে হত্যা করে বিএসএফ সদস্য অমিয় ঘোষ। তার লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল পাঁচ ঘণ্টা। ঘটনার ৩০ ঘণ্টা পর বিএসএফ লাশ ফেরত দিলে নাগেশ্বরী উপজেলার কলোনীটারী গ্রামের বাড়িতে দাফন করা হয়।

সর্বশেষ খবর