সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ফারাক্কা ব্যারাজে নির্মাণাধীন সেতু ভেঙে নিহত ২

প্রতিদিন ডেস্ক

ভারতের মালদহে ফারাক্কা ব্যারাজে নির্মীয়মাণ একটি সেতু ভেঙে পড়ে ইঞ্জিনিয়ারসহ ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহত সবার অবস্থাই আশঙ্কাজনক। সূত্র : ইন্ডিয়া টুডে, ২৪ ঘণ্টা।

খবরে বলা হয়, গতকাল রাত ৮টার দিকে ফারাক্কা এবং মালদহের মধ্যে নির্মীয়মাণ এই সেতুর এক নম্বর এবং দুই নম্বর পিলারের মধ্যে গার্ডার বসাতে গিয়ে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে সরকারিভাবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিক জানা যায়নি। প্রাথমিক খবরে জানা গেছে, দেড় বছর আগে ফারাক্কা ব্যারাজের পাশেই নতুন করে দ্বিতীয় ফারাক্কা ব্যারাজ তৈরির কাজ শুরু হয়েছে।

সেই ব্যারাজ তৈরিতে বহু শ্রমিক কাজ করছে। সে অনুযায়ী গতকালও কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎই গার্ডার ভেঙে পড়ে। ঘটনার সময় সেখানে এক ইঞ্জিনিয়ারসহ ১৫ শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ৯ জন ভেঙে পড়া গার্ডারের নিচে চাপা পড়েন। আহতদের মধ্যে তিন শ্রমিককে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাকিদের অন্যান্য স্থানে পাঠানো হয়েছে। মালদহের এ ঘটনায় কংগ্রেস বিধায়ক মইনুল হক জানিয়েছেন, দুর্ঘটনায় ইঞ্জিনিয়ারও মারা গেছেন।

সর্বশেষ খবর