শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মাতৃভাষা দিবসে জাতিসংঘের বাংলা ফন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘ইউএন বাংলা’ নামে নতুন একটি বাংলা ফন্ট উদ্বোধন করল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। নতুন এ ফন্টটি ডিজাইন করেছেন মো. মুহিববুর রহমান রাজন। এ ছাড়া বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে সংস্থাটি তাদের গত বছরের (২০১৯) মানব উন্নয়ন রিপোর্টের সারসংক্ষেপ প্রকাশ করেছে বাংলায়। গতকাল ঢাকার একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ বাংলা ফন্ট উদ্বোধন করেন। এ সময় ইউএনডিপির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কাননি ইগনারাজা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্টের সারসংক্ষেপ বাংলায় রচনাকারী ড. সেলিম জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থাটি জানায়, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর, মাত্রাসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ফন্টটি তৈরি করা হয়েছে। ইউএনডিপির ওয়েবসাইট থেকে ফন্টটি ডাউনলোড করা যাবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, এ রিপোর্টে একটি তাৎপর্যপূর্ণ তথ্য আছে। তা হলো নিম্ন আয়ের ঘরে একটি শিশু জন্মালে তার গড় আয়ু হবে ৫৯ বছর। উচ্চ আয়ের ঘরে জন্মালে ওই শিশুর গড় আয়ু দাঁড়াবে ৭৮ বছর। অর্থাৎ জন্ম থেকেই নিম্ন ও উচ্চ আয়ের মধ্যে বৈষম্য শুরু হয়। উচ্চ আয়ের দেশগুলো এখন স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশকে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা দিচ্ছে না। এ প্রেক্ষাপটে ইউএনডিপির মতো সংস্থা বাংলাদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অন্য অনেক দেশে জাতিসংঘের অর্থ অপচয় বা নষ্ট হয়, কিন্তু বাংলাদেশে এর পরিমাণ অত্যন্ত কম।

সর্বশেষ খবর