বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা
হাই কোর্টের রুল

ক্রিসেন্ট গ্রুপ চেয়ারম্যানের জামিন কেন বাতিল নয়

নিজস্ব প্রতিবেদক

হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির চার মামলায় ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এম এ কাদেরসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি দুদকের আলাদা চারটি মামলায় জামিন পান এম এ কাদের। উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি গ্রেফতার হন ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের। রপ্তানি না করেও ভুয়া বিলের মাধ্যমে জনতা ব্যাংক থেকে ১ হাজার ৭৪৫ কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগে এম এ কাদেরসহ ২০ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি মামলা করে দুদক।

সর্বশেষ খবর