শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

দলীয় ফোরামে বিরোধী নেতা নির্বাচন জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দলীয় ফোরামে বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পার্টির পক্ষ থেকে এ বিষয়ে স্পিকারের কাছে সুপারিশ পাঠানো হবে। কারণ, বিষয়টি অনেকটা স্পিকারের ওপর নির্ভরশীল। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি,  সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, মো. আজম খান, এ টি ইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ আছেন। হুসেইন মুহম্মদ এরশাদের শোককে শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেব। হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য আসনে মনোনয়ন দিতে গঠনতন্ত্র মোতাবেক দলীয় ফোরামে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ২৬ জুন থেকে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ থাকায় আমরা দলীয় কোনো কর্মকান্ডে অংশ নিতে পারিনি। দলকে শক্তিশালী করতে শিগগিরই সারা দেশে সাংগঠনিক টিম কাজ শুরু করবে।

সর্বশেষ খবর