শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইসলামী আন্দোলনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ঢাকার পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৮৭ সালের এই দিনে ‘ইসলামী শাসনতন্ত্র আন্দোলন’ নামে প্রতিষ্ঠা লাভ করে বর্তমানে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ নামে দেশবাসীর কাছে আদর্শিক রাজনৈতিক দল হিসেবে আস্থা অর্জন করেছে। দীর্ঘ ৩৩ বছরেও এ সংগঠনটি ‘তাগুতি শক্তির’ কাছে মাথানত করেনি। জেল-জুলম, নির্যাতন করেও এ আদর্শিক দলটিকে দমিয়ে রাখতে পারেনি। আজকে রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমী ধারা সৃষ্টি করে দেশে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দীপ্ত শপথ নিয়ে এগিয়ে যাচ্ছে দুর্বারগতিতে।

সর্বশেষ খবর