বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

র‌্যাব হেফাজতে স্বামীসহ পাপিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে

নিজস্ব প্রতিবেদক

যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাব। গত সোমবার থেকে তাদের ১৫ দিনের রিমান্ডে পেয়েছে র‌্যাব।

জানতে চাইলে র‌্যাব-১-এর পরিচারক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল গতকাল বলেন, পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে দায়ের করা তিন মামলার মধ্যে দুটি মামলা তদন্তের জন্য র‌্যাবকে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মামলাগুলো র‌্যাবের হাতে হস্তান্তর করা হয়। ১৫ দিনের হেফাজতে এনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তসংশ্লিষ্ট র‌্যাব সূত্র জানায়, পাপিয়ার বিরুদ্ধে অবৈধ অর্থ, অস্ত্র ও চাঁদাবাজিসহ গুলশানের অভিজাত হোটেলকে কেন্দ্র করে তার সম্পর্কে যেসব তথ্য আলোচনায় এসেছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলার মধ্যে শেরেবাংলানগর থানার অস্ত্র ও মাদক আইনের দুই মামলা তদন্তে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সর্বশেষ খবর