রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা নিয়ে রাজনীতি পরিহার করুন

-জাতীয় তাফসির পরিষদ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস নিয়ে নোংরা রাজনীতি পরিহার করে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় তাফসির পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্মমহাসচিব মুফতি বাকিবিল্লাহ। গতকাল এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৈশি^ক মহামারী করোনাভাইরাস নিয়ে দেশের মানুষ আতঙ্কিত। এ অবস্থায় সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তির অতিরঞ্জিত ও অনাকাক্সিক্ষত বক্তব্য সচেতন দেশবাসীর কাম্য নয়।

তারা বলেন, করোনাভাইরাসের অজুহাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে এক ধরনের মুনাফালোভী জনসাধারণকে ঠকিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

পরিষদ নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাস থেকে পরিত্রাণের জন্য প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নাহর অংশ হিসেবে রোজা রাখা এবং প্রতিদিন সালাতুল হাজত আদায় ও রাতের ইবাদত তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা এবং বেশি বেশি কোরআন তিলাওয়াতসহ ইসতিগফারের আমল ও রব্বে কারিমের দরবারে রোনাজারি বৃদ্ধি করা প্রয়োজন।

সর্বশেষ খবর