বুধবার, ২৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

জঙ্গিবাদের অভিযোগে ঢাকায় তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আরামবাগ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন- রিদওয়ান মাহমুদ (২৭), ফয়েজ মোহাম্মদ (২০) ও মাহিন ফয়সাল (৩৩)। র‌্যাবের দাবি গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ফাইজুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে খবর আসে আরামবাগে জেএমবি সদস্যরা বৈঠক করবেন। সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, তারা ২০১৭ সালে জেএমবিতে যোগ দেন।

প্রশিক্ষণ গ্রহণ শেষে তারা তাবলিগের নামে ধর্মপ্রাণ মুসলমানদের দীনি দাওয়াতের মাধ্যমে সদস্য সংগ্রহ করতেন। রিদওয়ান ঢাকার বিভিন্ন মসজিদে আরবি শিখাতেন। এভাবে বিভিন্ন বয়সীদের সঙ্গে রিদওয়ান ও তার সহযোগীদের সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে তাদের মাঝে জিহাদ ও জেএমবি সম্পর্কে মতবাদ প্রচার করতে থাকেন। একপর্যায়ে আত্মঘাতী হামলা ও জিহাদি হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন। ফাইজুল বলেন, এরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের জিহাদি, আত্মঘাতী এবং উগ্রপন্থিমূলক ছবি, বয়ান, মন্তব্য এবং ভিডিও পোস্ট ও শেয়ার করতেন। যাতে তাদের অনুসারীদের এসব কাজে উদ্বুদ্ধ করতেন। সংগঠনের অন্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর