সোমবার, ১ জুন, ২০২০ ০০:০০ টা

বাস ভাড়া বৃদ্ধি নতুন সংকট সৃষ্টি করবে

--- ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

গণপরিবহনের ভাড়া দ্বিগুণের বেশি বৃদ্ধি দেশে নতুন সংকট সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান। গতকাল এক বিবৃতিতে তারা আরও বলেন, করোনার দোহাই দিয়ে বেশি ভাড়া আদায় জনগণের পকেট কাটার শামিল।

এ ধরনের প্রস্তাবে সাধারণ মানুষের সংকটের অন্ত থাকবে না। এমনিতেই নিম্ন ও মধ্যবিত্ত মানুষ আয়-রোজগার বন্ধ হয়ে মারাত্মক সমস্যায় আছে। এমতাবস্থায় গণপরিবহনে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা বলেন, সরকার জনদুর্ভোগ লাঘব না করে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা দেশ ও জনগণের জন্য কল্যাণকর হবে না। নেতৃবৃন্দ বলেন, পরিবহন সেক্টরে যে সীমাহীন দুর্নীতি ও চাঁদাবাজি চলে তা বন্ধ করলে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে তেলের দাম নির্ধারণ করলে ভাড়া বৃদ্ধি কোনো প্রয়োজন হবে না।

নেতৃবৃন্দ বলেন, সংকট সৃষ্টি করা নয়, সরকারের উচিত সংকট ও দুর্ভোগ লাঘব করা। এমনিতেই সাধারণ মানুষ আর্থিক অনটনে দিশাহারা। তার ওপর দ্বিগুণের বেশি বাস ভাড়ার চাপ জনগণ কীভাবে সামলাবে?

 

সর্বশেষ খবর